মো. মনিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,
ঢাকাস্থ কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক সংগঠন ‘উপকূল’-এর ৭ম কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদন আজ দেওয়া হয়েছে।
এতে সংগঠনটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী অনুপ চন্দ্র হাওলাদারকে,এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফি আলম জিহাদকে।
মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন ‘উপকূল’-এর সদ্যবিদায়ী সভাপতি জহির রায়হান এবং সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম।
পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির মনোনয়ন শেষে ৭ম কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃবৃন্দ উপকূলের সাবেক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে একান্ন সদস্যে কমিটি পূর্ণাঙ্গ করেন।
সদস্যদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকা কলেজ,তিতুমীর কলেজ,সোহরাওয়ার্দী কলেজ,বাঙলা কলেজ,ইডেন কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের।
আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে ৭ম কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।
জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি অনুপ হাওলাদার বলেন-“আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব আমি অবশ্যই ভালভাবে পালনের চেষ্টা করবো।শিক্ষার্থীদের নিয়ে কাজ করার মাধ্যমে কলাপাড়াকে আরো এগিয়ে নিয়ে যাবো।”
নবগঠিত কমিটির সহ সভাপতি মোঃমনিরুজ্জামান মনির ‘শিক্ষা সমাচারকে জানান,”উপকূল একটি শিক্ষার্থীবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন।ঢাকাস্থ কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। আমরা সবসময় অবশ্যই শিক্ষার্থীদের পাশে থাকবো।”