হাদিসুর রহমান
৯০ভাগ মুসলমানের দেশে ইচ্ছেটা কি ভাই
ইমান আমল নিয়ে কথা বললেই দোষী- দায়ী।
রাষ্ট্রদ্রোহী রাজাকার ছাড়া অন্য কোন পরিচয় নাই
তুমি মুসলমান ইতিহাস ঐতিহ্য ভুলে গেলে ভাই।
আল্লাহু আকবার ধ্বনি রবে ইমানের বলে বলিয়ান
চিৎকার দিয়ে বলো মুসলমান আমি মুসলমান।
ধর্ষণ আর দুর্নীতিতে ক্ষমতা ওয়ালারাই খুশি
নির্দোষ, নিরীহ, টুপি ওয়ালারাই হয়ে যায় দোষী।
ধর্ষণের ভয়ে দুনিয়া ছেড়ে নারী মর্গের হচ্ছে ধর্ষিতা
অযথাই খোঁজে বলদগার! দোষী করছে মাদরাসা।
চলাফেরা ভাই হায়নার মত! নারীর নাইতো লাজ
বোরকাটাকে কেন করে দোষী?এ কেমন সমাজ।
বুদ্ধিজীবির মাথায় ত্বগুত করেছে ভর
তাই তো বারে বার আক্রমন ইসলামের উপর।
ডাক্তার করছে ঠিকাদারি মানব শেবা কই
মিছামিছি আট ষাট শুধু কেমন করে সই।
স্কুল,মাঠ, পুকুর,ঘাট পায়খানা খায় কারা
দ্বীনি শিক্ষা বন্ধের পায়তারা করছে ত্বগুত নেতারা।
মানুষের অধিকারের জন্য দাড়িয়ে দাও যদি হুংকার
তুমি হয়ে যাবে খুন, গুম দেখতে হবে রাঙ্গা তলোয়ার।