মো. সাইদুর রহমান সাইদ,কুয়াকাটা(পটুয়াখালী) ১৯-০৫-২০২১ রোজ বুধবার
প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় মহিপুর প্রেসক্লাবের আয়োজনে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এই মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিল মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম, সম্পাদক মো. নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সম্পাদক মো. কাজী সাঈদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর শাখার সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, কুয়াকাটা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হোসাইন আমির, মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান আকাশসহ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক, সামাজিক ও সামাজিক সচেতন নাগরিকবৃন্দ।
এ সময় বক্তারা অনুসন্ধানী সাংবাদিকের দিকপাল প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি করেন অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। ##