ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রিড়া প্রতিবেদকঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে জয়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এমন ঐতিহাসিক জয়ের পর অবশ্য দ্বিতীয় ম্যাচটি হেরে যায় বাংলাদেশ দল। সিরিজে ১-১ সমতা নিয়ে আজ (বুধবার) সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। এর আগে সংবাদমাধ্যমকে সতর্ক করে দলটির ওপেনার লিটন দাস জানালেন, খারাপ খেললে তাদের নিয়ে খারাপ বলা হয়, ভালো খেললে বলা হয় মোটামুটি!
লিটনের কাছে প্রশ্ন রাখা হয়, প্রথম ম্যাচে ব্যাটিংটা মোটামুটি ভালো হয় সফরকারীদের। যেখানে সংগ্রহ ওঠে ৩১৩ রান। দ্বিতীয় ম্যাচেই আবার পথ হারায় বাংলাদেশ দল। এতেই সতর্ক করে লিটনের জবাব, প্রথম ম্যাচে মোটামুটি নয়, ভালো ব্যাটিং করেছেন তারা।
লিটন বললেন, ‘মোটামুটি আমরা করিনি, আমরা খুব ভালো ক্রিকেটই খেলেছি। খারাপ খেললে খারাপ বলেন, ভালো খেললে বলেন মোটামুটি। চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রাখার জন্য।’
যোগ করেন লিটন, ‘যখন আপনি খারাপ খেলবেন তখন লক্ষ্য থাকবে কীভাবে ভালো খেলা যায়। আর যখন নিয়মিত ভালো খেলবেন তখন লক্ষ্য থাকে আপনি যা করছেন তা থেকে যেন নিচে না আসে, ওপরের দিকে যায়। চেষ্টা করব এখান থেকে যেন সবসময় ওপরের দিকে যেতে পারি।’
বাংলাদেশ দলের প্রথম ম্যাচ জয়ের নায়ক হিসাব করলে প্রথমেই আসবে সাকিব আল হাসান আর তাসকিন আহমেদের নাম। এদের মধ্যে সাকিব পারিবারিক সমস্যায় জর্জরিত। তবুও দেশে না ফিরে দক্ষিণ আফ্রিকায় আছেন তৃতীয় ওয়ানডে খেলবেন বলে। তাসকিন আইপিএলে ডাক পেয়েও যাননি লাল-সবুজের জার্সি ছাড়তে হবে জন্য।
তাদের বর্তমান অবস্থা জানিয়ে লিটন বলেন, ‘আইপিএল বা পারিবারিক সমস্যা অতীত, সেটা চলে গেছে। সামনে ম্যাচ। সবাই সুযোগ পেলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করবে। সাকিব ভাই ও তাসকিনও ব্যতিক্রম কিছু না। তারা দলের অংশ, সেরা খেলোয়াড়, চেষ্টা করবে ভালো কিছু করার।’