মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের একটি সাধুর আশ্রমে অভিযান চালিয়ে ৯ মাদকসেবিকে গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাসের ভ্রাম্যমান আদালতে নিলে প্রত্যেককে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও দুই শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীর ১৯(৬) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও দুই শ টাকা করে জরিমানা করা হয়েছে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিথিলা দাস।
দন্ডিতরা হলেন, সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের রইস উদ্দিন শেখের ছেলে সিরাজুল ইসলাম (৫৬), বারাদী গ্রামের মিরুল ইসলামের ছেলে আব্দুল হালিম (২৮), গাংনী উপজেলার আযান গ্রামের কিপাতের ছেলে মেহেদী হাসান (২৬), মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার কাওছার আলীর ছেলে মাসুম আলী (৪০), খাঁ পাড়া এলাকার দিন মোহাম্মদের ছেলে খোকন আলী (৩৮), কামদেবপুর গ্রামের আখের আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০), শহরের বেরপাড়া এলাকার জয়নাল হোসেনের ছেলে জুয়েল রানা(৩০), বড়বাজার পাড়া এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে আরিফুজ্জামান ওরফে (৩২), একইপাড়ার তালেব হোসেনের ছেলে মাহিরুল ইসলাম ওরফে ক্যাপ্টেন (৪৫)।
এর আগে বেলা দুইটার দিকে কালাচাঁদপুর কাশেম সাইজির কথিত আশ্রম থেকে গাঁজা সেবনরত অবস্থায় এই নয় জনকে আটক করেন ডিবি পুলিশের ওই টীম।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি জুলফিকার আলীর ও উপপরিদর্শক (এসআই) অজয় কুন্ডুসহ সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এ ৯ মাদকসেবিদের গাঁজাসহ আটক করেন।