চট্টগ্রাম প্রতিনিধিঃ–
চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি না করে গুদামে মজুদের অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, একইদিন সকালে নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং কাঁচা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরীর পতেঙ্গা থানার রাজা পুকুরপাড় এলাকার মোহাম্মদ হানিফের ছেলে কামরুল ইসলাম রাশেদ, সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ নুরুল্লাহ ও নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার হাজী আবুল কালামের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন।
সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, টিসিবির পণ্য সাধারণ মানুষের নিকট বিক্রি না করে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুদ করছিল একটি চক্র- এমন সংবাদে সিমেন্ট ক্রসিং কাঁচা বাজার এলাকার গাউছিয়া স্টোর নামে একটি গুদামে অভিযান চালিয়ে টিসিবি লেখাযুক্ত দুই হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি মসুর ডাল ও ৫০০ কেজি চিনি উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, টিসিবি লেখাযুক্ত সয়াবিন তেল প্লাস্টিকের বোতল থেকে বের করে বড় টিনের ড্রামে এবং চিনি ও ডাল টিসিবির লগোযুক্ত বস্তা ফেলে অন্য বস্তায় সংরক্ষণ করতেন তারা। আটকের পর জিজ্ঞাসাবাদে মূলত বেশি মুনাফা লাভের আশায় এ কাজ করেন বলে তারা স্বীকার করেন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।