মো. ফেরদৌস বিশেষ প্রতিবেদক.
দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের আয়মূলক কাজের জন্য কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়নে
প্রশিক্ষন সনদ, সেলাই মেশিন, কাপড়ও আনুষাঙ্গিক উপকরন বিতরন ।
এডিডি ইন্টারন্যাশনাল ও কারিতাস বাংলাদেশ যৌথ ভাবে কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা, চাকামইয়া ও লতাচাপলী ইউনিয়নে ক্যাফোড, ইউকে’রআর্থিক সহযোগিতায় ক্লাইমেটরে জিলিয়েন্ট অল্টারনে টি ভলাইভলিহুড (প্রয়াস) প্রকল্প বাস্তবায়ন করছে ।
প্রয়াস প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)সূযোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, কুয়াকাটা পৌরসভা ও গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সমন্বিত ভাবে উপকারভোগীর তালিকা চূড়ান্ত করে । এলাকায় চাহিদা আছে, প্রতিবন্ধী ব্যক্তির উপযোগী এমন আয়মূলক কাজের নিয়োজিত করার জন্য ইতোমধ্যে দর্জি বিজ্ঞান বিষয়ে ৪৫ জন নারী-পুরুষ এবং ০৭ জন প্রতিবন্ধী ব্যক্তিকে কম্পিউটার প্রশিক্ষন প্রদান করেছে ।
১৮ জানুয়ারী ২০২১ খ্রি.দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ৪৫ জন নারী-পুরুষকে প্রশিক্ষন সনদ, ৩৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে (নারী-২৮ ও পুরুষ-০৫) জনকে বাটার ফ্লাই সেলাই মেশিন, একটি করে কাঁচি ও শেইপ কার্ড এবং ১২ জন প্রতিবন্ধী ব্যক্তি কে (নারী-১১ ও পুরুষ-০১) ৭৬ গজ করে (পপলিন ও ভয়েল) কাপড় এবং ০৪ রিল করে কোন সূতা বিতরন করা হয় ।প্রদত্ত সহায়তা প্রতিবন্ধী ব্যক্তিদের আয়মূলক কাজে যুক্ত করে তাদের দৈনিক আয়বৃদ্ধি,আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে অবদান রাখবে বলেএডিডি বিশ্বাস করে।
প্রতিবন্ধী ব্যক্তিদের আয়মূলক কাজের উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব এস.এম. রাকিবুল আহসান, চেয়ারম্যান, কলাপাড়া উপজেলা পরিষদ । বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিনা পারভীন (সীমা), মহিলা ভাইস চেয়ারম্যান, কলাপাড়া উপজেলা পরিষদ এবং জনাব মো: মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, কলাপাড়া, পটুয়াখালী। আয়মূলক কাজের জন্য উপকরন বিতরন অনুষ্ঠানে (কুয়াকাটা পৌর এলাকা) সভাপতিত্ব করেন জনাব মো: বারেক মোল্লা, মেয়র , কুয়াকাটা পৌরসভা এবং লতাচাপলী ইউনিয়নের বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আনছারউদ্দিন মোল্লা, চেয়ারম্যান, ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ । অতিথীবৃন্দতাদের বক্তব্যে বলেন যে, এডিডি ইন্টারন্যাশনাল প্রতিবন্ধী ব্যক্তিদের আয়মূলক কাজে যে ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে ,তা প্রতিবন্ধী ব্যক্তিদের আয়বৃদ্ধিতে অবদান রাখবে এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সহায়তা করবে এবং প্রতিবন্ধী জনগোষ্ঠির উন্নয়নে সরকারের যে পরিকল্পনা সেক্ষেত্রে ও গুরুত্বপূর্ন অবদান রাখবে ।যা বাংলাদেশের দক্ষিন অঞ্চলের সাগর ঘেষা উপকূলীয় এলাকার পিছিয়ে থাকা প্রান্তিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের নিরন্তর প্রচেষ্টার জন্য এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ।
প্রতিবন্ধী জনগোষ্ঠির পক্ষে উপস্থিত ছিলেন, জনাব মো: আবুতাহের ভূঁইয়া, সভাপতি, সুযোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং জনাব মো: আব্দুর রহিম, সভাপতি, গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা । সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন জনাব এম.এ.ইকবাল, প্রজেক্ট কো-অডিনেটর, জনাব নাজমুল হোসাইন খাঁন, ফিল্ড কো-অর্ডিনেটর, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ । জনাব সম্রাট সেরাও, প্রোগ্রাম অফিসার, এবং মো: জামাল হোসেন, মাঠ কর্মকর্তা, কারিতাস বাংলাদেশ । এছাড়াও কুয়াকাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জনাব অনন্ত কুমার মুখার্জি প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ।