ক্যাম্পাস প্রতিনিধি
লাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমিরাবাদ গ্রামের রবি শস্য এখন হুমকির মধ্যে । খাল দখল আর ভরাটের কারনে কৃষকদের সবজি ক্ষেত এখন বিরান ভূমিতে পরিনত হয়েছে। সাধারন মানুষের খাদ্যের প্রধান মাধ্যম রবি শস্য। পানির অভাবে মরে গেছে প্রায় কয়েক একর জমির শস্য এর মধ্যে রয়েছে সূর্যমুখী, মরিচ,বেগুন,শশা ও নানা ধরনের সবজি। স্থানীয় কৃষকরা জানিয়েছে গ্রামের খালের পানি শুকিয়ে যাবার কারণে তাদের শস্যএখন পতনের দিকে। গ্রামের খাল খনন না করার কারণে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পানি শুকিয়ে যায় তাই। হাজার হাজার টাকার ক্ষতির মুখ দেখেছে কৃষরা। তাদের একটাই দাবি যাতে তারা পুনরায় খাল ফিরে পেয়ে আবার সবজি চাষ করে জীবিকা নির্বাহ করতে পারে।স্থানীয় সরকারের কাছে তাদের আবেদন যাতে তাদের খাল পুনরায় খনন করে দেওয়া হয়।