নেত্রকোনা প্রতিনিধি॥
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের জের ধরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের পৈত্রিক বাড়িতে হুমায়ূন আহমেদের স্মৃতি বিজরিত ঘর ভাংচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে হুমায়ূন আহমেদের পরিবারবর্গ ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, হুমায়ূন আহমেদের চাচাতো ভাই শফিকুল ইসলাম, বখতিয়ার আজম, স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ফকির, সাইফুল ইসলাম ফকির, ইছাক মিয়া, এমদাদুল হক ভূইয়া, বদরুল আলম ও ইউপি সদস্য আমির হামজা।
হুমায়ূন আহমেদের চাচাতো ভাই শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন একই গ্রামের হারিছ মিয়া। কিন্তু হারিছ মিয়া নির্বাচনে কারচুপির আশ্রয় নিয়ে আমাকে পরাজিত করে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর হারিছ মিয়া তার লোকজন নিয়ে মিছিল করে হুমায়ূন আহমেদের স্মৃতি বিজরিত ঘরটিসহ আমাদের ১০টি ঘরবাড়িতে হামলা ও ভাংচুর করে। ঘটনার পরদিন আমি বাদী হয়ে দ্রুতবিচার আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু মামলা দায়েরের পর আসামীরা জামিনে এসে আমাদের লোকজনকে হুমকি প্রদর্শন শুরু করে। এ বিষয়েও থানায় একটি জিডি করেছি।
হুমায়ূন আহমেদের অপর চাচাতো ভাই বখতিয়ার আজম বলেন, হারিছ মেম্বার ও তার লোকজন আমাদের বাড়িঘর ভেঙে এখন তারা উল্টো প্রচার দিচ্ছে যে, আমরা হুমায়ূন আহমেদের চাচাতো ভাই না এবং আমরাই নাকি আমাদের ঘরবাড়ি ভেঙেছি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যারা আমাদের ঘরবাড়িসহ হুমায়ূন আহমেদের স্মৃতি বিজরিত তার পৈত্রিক বাড়িতে থাকা ঘরটি ভেঙেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য হারিছ মিয়া বলেন, আমি ও আমার লোকজন কারও বাড়িঘর ভাংচুর করেনি। তারাই তাদের বাড়িঘর ভেঙে এবং কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে জড়িয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এ মামলা প্রত্যাহার দাবি করছি।
এ নিয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, মামলাটির তদন্ত কাজ চলছে। ঘটনার মূল রহস্য উদঘাটন করেই আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করা হবে।