চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা হল্ট স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-খুলনা রেললাইনের দর্শনা হল্ট স্টেশনের অদূরে আনোয়ারপুর কেরুজ প্রাইমারি স্কুলপাড়া মসজিদের কাছে রেললাইনের উপর একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে দর্শনা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও এসে রেলওয়ে জিআরপি পুলিশকে খবর দেই। জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
অনেকের ধারনা, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবক (২০) মারা গেছেন। ওই যুবক ট্রেন থেকে পড়ে লাইনে কাটা পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় মেলেনি। অজ্ঞাত ওই যুবকের পরনে নীল শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে।