চট্টগ্রাম প্রতিনিধি
পাহাড় কাটার অভিযোগে মিলন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এ সময় পাহাড় কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান। এর আগে, রোববার রাতে শেরশাহ আরেফিন নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিলন পাবনার চাটমোহর উপজেলার বোয়ালমারী এলাকার রওশন আলীর ছেলে। বর্তমানে আরেফিন নগর এলাকায় বসবাস করছিলেন তিনি।
ওসি বলেন, আরেফিন নগরের জোহরা একাডেমি এলাকায় পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছিল একটি চক্র- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় পালিয়ে যান আরো কয়েকজন। সেখান থেকে পাহাড় কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, গ্রেফতার মিলনের বিরুদ্ধে পাহাড় কাটা, মাদকসহ আগের বেশ কয়েকটি মামলা রয়েছে। ইমারত নির্মাণ আইনে নতুন করে মামলা হয়েছে।