ঝিনাইদহ প্রতিনিধি-
কোন দিন নারকেল গাছের দিকে না তাকালেও গভীর রাতে সেই নারকেল গাছেই চটপট উঠে পড়লের এক নারী। বিষয়টি টের পেয়ে আশপাশোর মানুষ ভড়কে যায় এবং সবার মাঝে ভয়ের সঞ্চার হয়। পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। সুবিশাল নারকেল গাছের মাথা থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনা ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এক নারীকে নারিকেল গাছের উপর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উদ্ধার হওয়া নারী ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।
মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রী রমেশ কুমার সাহা জানান, উদ্ধার হওয়া নারীর আঁচর আছে। এ কারণে সে নারিকেল গাছে উঠেছিল। রাত সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে বাড়িতেই আছে।