কুয়াকাটা ডিবেট এ্যাসোসিয়েশন (কেডিএ) এর কমিটি গঠন
কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটা ডিবেট এ্যাসোসিয়েশন( কেডিএ) এর কমিটি গঠন হয়েছে। মহিপুর এজেন্ট আউটলেটে সাধারণ সভায় সম্রাট মো. মহিম সভাপতি এবং মো. শামিম হোসাইন কে সাধারণ সম্পাদক করে ২০২০-২০২১ সেশনের জন্য ৩১ সদস্যর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কেডিএ ‘র চেয়ারম্যান মো. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগর ছাত্র মো. শাহজালাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের ছাত্র জি এম সবুজসহ প্রমূখ।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) মো. সাইফুল ইসলাম গাজী , সহ-সভাপতি (ট্রেইনার ১) মো. ইমরান হোসাইন সহ-সভাপতি ( ট্রেইনার০২) মো. রাকিব , সহ-সম্পাদক, মো. সেজান মাহমুদ,কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হাসান মেহেদি, গবেষণা ও কর্মশালা সম্পাদক মো. সাগর হোসেন, প্রচার সম্পাদক মো. কাওসার হোসাইন, প্রকাশনা সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন ,মহিলা বিষয়ক সম্পাদিকা আফসানা মিম, সমাজ সম্পাদক ইমাম হাসান, দপ্তর সম্পাদক আলি হোসেন , লাইব্রেরী ও কারিকুলাম সম্পাদক ইবরাহীম প্রমূখ। অনুষ্ঠানে চেয়ারম্যান নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য সাবেক কমিটিকে ধন্যবাদ জানান।
নব নির্বাচিত সভাপতি সম্রাট মো.মহিম বলেন, কুয়াকাটা ডিবেট এ্যাসোসিয়েশন ‘যুক্তিই তারুন্যের মুক্তি’ এ স্লোগানকে ধারণ করে এবং যুক্তিবাদী একটি সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত সম্পাদক . শামিম হোসাইন বলেন, ডিবেটিং ক্লাবের লক্ষ্য হলো কিছু যুক্তিবাদী মানুষ তৈরী করা। আমিও এ কাজটি করতে চাই পাশাপাশি নতুন ডিবেটর খোঁজার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।