⬛⬛⬛⬛⬛⬛⬛⬛
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ॥
কুয়াকাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ কুয়াকাটা প্রতিনিধি আনোয়ার হোসেন আনু’র পিতা মোঃ চাঁন মিয়া হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজিউন। বুধবার দুপুরে তার ছোট ভাই নজরুল ইসলামের ঢাকার বাসায় তিঁনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ১০০ বছর। তিঁনি দুই ছেলে ৪ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সে দীর্ঘদিন যাবৎ ব্রেন স্ট্রোক করে রাজধানীতে চিকিৎসাধীন ছিলেন।
আগামীকাল সকাল ৯টায় মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টাস ক্লাব, কলাপাড়া রিপোর্টাস ইউনিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। # #