চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ সুমন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার খিরাম ইউনিয়নের লম্বা ঢিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমন একই উপজেলার জাফতনগর এলাকার বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে ধর্মপুর এলাকায় থেকে কাঠমিস্ত্রির কাজ করতেন।
স্বজনরা জানান, মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সেদিন আর বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) দেওয়ান শামস উদ্দিন বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথার বাম পাশে বড় ধরনের একটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।