কলাপাড়া প্রতিনিধিঃ-
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে সোমবার পালিত হলো জাতীয় যুব দিবস।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত যুব দিবসে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) জগবন্ধু মন্ডল
সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমল চন্দ্র
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।
এসময় যুবকদের মাঝে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র, প্রশিক্ষণ যাতায়েত ভাতা, নতুন কোর্সের উদ্বোধন ও সফল আত্মকর্মী মাহাবুবুল আলম নাঈম কে ক্রেস্ট প্রদান করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন যুবকদের স্বাবলম্বী কর্মমুখী হতে হবে তানাহলে দেশকে এগিয়ে নেওয়ার সম্ভব হবে না।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভুমি) জগবন্ধু মন্ডল বলেন
যুব উদ্যোক্তাদের সফলতার বক্তব্য শুনে আবার যুবক হতে ইচ্ছা করে আপনারা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাব।
উল্লেখ পটুয়াখালী জেলার সকল উপজেলার যুবকদের প্রজেক্ট দেখে কলাপাড়ার উদ্যোক্তা মহাবুবুল আলাম নাঈম এর প্রজেক্ট প্রথম স্থান অধিকার করে।