চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখেরের জামান একই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা এলাকার শামসুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়তাকিয়া বাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর সড়কের প্রবেশমুখে উল্টোদিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি বাস। এতে গুরুত্বর আহত হন রিকশাচালক আখেরের জামান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত রিকশা ও বাসটি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।